Doctor Faustus Bangla Summary

Doctor Faustus Bangla Summary

Doctor Faustus -  Christopher Marlowe - Bangla Summary :

ডক্টর ফস্টাস (Doctor Faustus) হল ক্রিস্টোফার মার্লোর (Christopher Marlowe) লেখা একটি ইংরেজি নাটক। এটার পূর্ণ নাম হচ্ছে "দ্য ট্র্যাজিকাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস" (The Tragical History of the Life and Death of Doctor Faustus). বিখ্যাত নাটকটি শয়তানের কাছে ডক্টর ফস্টাসের আত্মবিক্রয়ের কাহিনি অবলম্বনে এই নাটক রচিত হয়েছে।


Doctor Faustus Bangla Summary

ডক্টর ফস্টাস (Dr. Faustus) একজন উচ্চ-শিক্ষিত ও সম্মনীয় জার্মান ব্যক্তি। নাটকের শুরুতেই দেখা যায় সে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে চাচ্ছে। প্রথমে সে চায় যুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করতে কিন্তু বুঝতে পারে তার এ বিদ্যা আগে থেকেই জানা আছে। তারপর সে চিকিৎসাবিদ্যা শিখতে চায় কিন্তু এটাও তার আগে থেকেই জানা তাই সে এটাও বাদ দিয়ে দেয়। এভাবে Faustus উত্তরাধিকার সংক্রান্ত বিদ্যা বা ওকালতি ও ধর্ম সংক্রান্ত বিদ্যাও বাদ দেয়। পরিশেষে সে বন্ধু ভ্যালদেস (Valdes) ও কর্নেলিয়াসের (Cornelius) পরামর্শে জাদুবিদ্যা শেখার জন্য মনস্থির করে। তখন সু-দূত (Good Angel) তাকে নিষেধ করে কিন্তু কু-দূত (Evil Angel) তাকে জাদুবিদ্যাই শিখতে বলে। এরপর Faustus কালো জাদুবিদ্যার বই পড়ে মেফিস্টোফিলিসকে আহ্বান করে, যে ছিল ভয়ংকর ও শয়তানের দাস। ফস্টাস অসীম ক্ষমতাবান হতে চায়।কিন্তু মেফিস্টোফিলিস তাকে সতর্ক করে যে, জাদুবিদ্যার এই পথে ধ্বংস অনিবার্য। বিভীষিকাময় নরক এর চুড়ান্ত পরিণতি। কিন্তু তারপরও ফস্টাস লুসিফারের (Lucifer) সাহায্য প্রার্থনা করে, যে ছিল শয়তানদের প্রধান।

তখন মেফিস্টোফিলিস (Mephistophilis) এসে তাকে বলে সে যতদিন জীবিত আছে ততদিন ফস্টাসের আজ্ঞাবহ হয়েই থাকবে। কিন্তু মেফিস্টোফিলিস তাকে একটা শর্ত দেয় যে এজন্য তার কাছে Faustus এর আত্মা 24 বছরের জন্য সমর্পন বা বিক্রয় করতে হবে। এটাও বলে যে এই সময় শেষে ফস্টাসের জন্য অপেক্ষা করবে যন্ত্রনাদায়ক মৃত্যু ও বিভীষিকাময় নরক। Faustus কালো-জাদু শিখতে এতটাই উদগ্রীব হয়ে পড়ে যে সে মেফিস্টোফিলিসের প্রস্তাবে রাজী হয়ে যায়। কিন্তু পরক্ষণেই ফস্টাস দ্বিধায় পরে যান এবং ধ্বংসের পথ থেকে ফিরে আসার চিন্তাভাবনা করেন, কিন্তু পরিশেষে তিনি চুক্তিতে রাজি হয়ে যান এবং নিজের রক্ত দিয়ে Lucifer এর নিকট চুক্তিনামায় সাক্ষর করে তার আত্মা বিক্রয় করে।

দলিলটা ছিল এরকমঃ প্রথমত, Faustus দেবতাদের বিদ্রোহী আত্মায় পরিণত হবে। দ্বিতীয়ত, Faustus এর ইচ্ছানুযায়ী মেফিস্টোফিলিস সবসময় তার আজ্ঞাবহ হয়ে কাজ করবে। তৃতীয়ত, Faustus যখন যা চাইবে মেফিস্টোফিলিস তখব তাই এনে দিবে। চতুর্থত, মেফিস্টোফিলিস Faustus এর কক্ষে সর্বদা অদৃশ্য হয়ে থাকবে। আর শেষতঃ, Faustus যখন মেফিস্টোফিলিসকে যে রূপে আসতে বলবে তখব সে সেই রূপেই আসবে। আরো শর্ত থাকে যে, এই চুক্তির শর্ত ভঙ্গ না হলে 24 বছর পর শয়তানেরা Faustus এর দেহ, আত্মা, রক্ত, মাংসসহ সবকিছুই তাদের অধীনে নিয়ে যাবে।

যাইহোক সাক্ষর করার সময় তৎক্ষণাৎ তার বাহুতে “Homo Fuge" খােদাই করা লেখা ভেসে উঠে যার অর্থ “O man, fly". তিনি আবারাে দ্বিধায় পরে যান কিন্তু মেফিস্টোফিলিস তার জন্য উপহার নিয়ে আসে এবং জাদুবিদ্যার একটি বই উপহার দেয়। তারপর ফস্টাস তাকে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সবগুলােরই জবাব দেয় শুধু একটি প্রশ্নের জবাব দেয় না যে, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে। এজন্য ফস্টাস আবারাে দ্বিধায় পরে যান কিন্তু তৎক্ষণাৎ মেফিস্টোফিলিস ও লুসিফার Faustus কে আনন্দ দেবার জন্য Seven Deadly sins বা সাতটি চরম অপরাধের প্রদর্শনী দেখায় যেখানে অপরাধগুলােকে মনুষ্য রূপে প্রদর্শন করা হয়, যা দেখে ফস্টাস সন্তুষ্ট হয়। এই সাতটি চরম অপরাধ হলােঃ

                                   edited by Admin, Bangla Summary

Pride (গর্ব) --- Seven Deadly Sins বা সপ্তরিপুর মধ্যে এটি একটা। 'অহংকার' তার মায়ের পরিচয় দিতে ঘৃনাবোধ করে। সে একটা মাছির মত। সে যে কোন জায়গায় উড়ে যেতে পারে আর কোন মহিলার ঠোঁটে চুম্বন করতে পারে। 

Covetousness (লালসা) --- সপ্তরিপুর মধ্যে 'লালসা' দ্বিতীয়। লালসার জন্ম হয়েছিল কোন এক বুড়ো ইতরের ঔরসে। ও সবসময় কামনা করে সবকিছু সোনা হয়ে যাক। 

Wrath (ক্রোধ) --- ক্রোধের মা বাবা কেউ নেই। তার জন্ম নরকে। সে বিশ্বাস করে তার বয়স অর্ধ ঘন্টা হবার আগেই সে ছিটকে পড়ে সিংহের মুখ থেকে। ও সবসময় যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকে। যখন কোন প্রতিপক্ষ না পায় তখন নিজেকেই নিজে ক্ষতবিক্ষত করে।

Envy (হিংসা) --- ঈর্ষার বাবা ছিলেন একজন চিমনি পরিস্কারক আর মা ঝিনুক কুড়াতো। সে চায় পৃথিবীর সব গ্রন্থ যেন পুড়ে যায়। অন্য কাউকে খেতে দেখলে সে রোগা হয়ে যায়। সে চায় সবাই যেন মারা যায় শুধু সে ছাড়া। 

Gluttony (পেটুক) --- পেটুকেরও মা বাবা কেউ বেচে নেই। তার মা বাবা তার জন্য কিছুই রেখে যায় নি। যা রেখে গিয়েছে তা দিয়ে সারাদিনে 30 বার খাওয়া ও 10 বার হালকা নাস্তা করতে পারে। তার দাদা ছিল লবনজারিত শুকরের মাংস, দাদী ছিল ক্লারেট মদের পাত্র, তার পিতা ছিল গোমাংস। 

Sloth (আলস্য) --- 'আলস্য' জন্মেছিল একটা সাগর তীরে। এরপর Gluttony and Lecheey এর সহায়তায় সে ছড়িয়ে পড়ে। 

Lechery (লাম্পট্য) --- এটার পরিচয় জিজ্ঞেস করলে এটা বলে আমার নামের প্রথম অক্ষরটিই 'ল' হচ্ছে আমার পরিচয়। 

 

এরপর ফস্টাস, মেফিস্টোফিলিসের সাথে ভ্রমনে বের হয়। তারা একটা সময় রোমের একটা গির্জায় পৌছায় আর তাদের অভ্যর্থনার জন্য মহামান্য পোপকে নির্ণয় করে। এটা দ্বারা বুঝা যাচ্ছে Faustus এর নির্বুদ্ধিতা। সে যে সম্পূর্ণরূপে ধর্ম ত্যাগ করেছে এটা তারই প্রমান। এরপর Faustus বলে ওদের (যাজকদের) নিয়ে হাসিঠাট্টা করতে তার ভালই লাগবে। এজন্য সে অদৃশ্য হতে চায়। মেফিস্টোফিলিস Faustus কে অদৃশ্য করে দেয়। তখন Faustus যাজকদের আর পোপের সাথে তামাশা করা শুরু করে। তাদের টেবিল থেকে খাবার, মাংস এসব চুরি করে নিয়ে নেয়। 

এরপর Robin নামের একজন অশ্বরক্ষক Faustus এর থেকে জাদুর একটা বই চুরি করে। সে বলে এখন এই বই দিয়ে তার যা ইচ্ছে তাই করতে পারবে৷ বইটার সাহায্যে সে এক মদ বিক্রেতার বোকা বানায়।  কিন্তু মেফিস্টোফিলিস এসে তাকে ভয় দেয়। অবশেষে সে বলে আর কখনও কোন বই চুরি করবেনা। 

তারপর তিনি ইউরােপের বিভিন্ন রাজসভায় হাজির হন এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেন। একপর্যায়ে ফস্টাসকে জার্মানির শাসক চার্লস পঞ্চম তার রাজসভায় আমন্ত্রন জানান এবং জাদুর প্রদর্শনী দেখার আগ্রহ প্রকাশ করেন। তিনি ফস্টাসকে ইতিহাসখ্যাত রাজা ও শাসক অ্যালেক্সান্ডার দি গ্রেট কে হাজির করার হুকুম করেন এবং ফস্টাস সফলতার সাথে তার একটি প্রতিবিম্ব হাজির করেন। এতে চার্লস পঞ্চম খুবই সন্তুষ্ট হন। কিন্তু রাজসভার এক Knight তার জাদুবিদ্যাকে তাচ্ছিল্য করলে ফস্টাস তার মাথায় শিং গজিয়ে দেয়।

                    made by Admin, Bangla Summary

এরপর Faustus তার জাদুর ক্ষমতাবলে একজন ব্যবসায়ীর থেকে 40 dollars নিয়ে নেয়। সেই ব্যবসায়ীটা চেয়েছিল একটা ঘোড়া কিনতে আর Faustus তার জাদুর সাহায্যে একটা ঘোড়া বানিয়ে তাকে দেয় আর বলে এটাকে কখনও পানিতে না নামাতে। কিন্তু লোকটি যখন ঘোড়াটিকে পানিতে নামায় তখন ঘোড়াটা উধাও হয়ে যায়। তখন ব্যবসায়ীটা আবার Faustus এর কাছে আসে আর তার dollar ফেরত চায় তখন Faustus আবার ভয়ঙ্কর একটা জাদু করে তাকে তাড়ায়। 

এদিকে Faustus এর এসব জাদুর কেরামতি সবখানে ছড়িয়ে গেছে। তাই ভ্যানহল্টের Duke তাকে আমন্ত্রণ জানায় জাদু বিদ্যা দেখানোর জন্য। Faustus সেখানে গিয়ে দেখে সেই ব্যবসায়ীকে। তখন Faustus জাদু করে ব্যাবসায়ীকে বোবা বানিয়ে দেয় তাই সে Faustus এর পাপাচারের কথা Duke এর কাছে বলতে পারেনা। সেখানকার Duchess ফস্টাসকে আদেশ দেয় জানুয়ারী মাসে আঙুর ফল আনতে। বাস্তবে সেটা ছিল অসম্ভব কিন্তু Faustus তর জাদুর সাহায্যে সুস্বাদু আঙুর Duchess এর সামনে হাজির করে। এভাবে সে রাজা এবং রাণীকে তার জাদুবিদ্যার মাধ্যমে সন্তুষ্ট করেন।

এরপর Faustus এর জাদু দেখতে চায় Faustus এর সাথে পড়ুয়া 2-3 জন পন্ডিত। তারা Faustus কে বলে তাদের সামনে বিশ্বের সবচেয়ে সুন্দরী রমনী Helen কে তাদের সামনে হাজির করতে। তখন Faustus মেফিস্টোফিলিসকে আহবান করে Helen কে তাদের সামনে হাজির করেন। এসব দেখে পন্ডিতগণ Faustus কে অনেক সন্মান প্রদর্শন করে। 

হঠাৎ একজন বৃদ্ধ ব্যক্তি Faustus কে নীতিবাক্য শোনাতে থাকে। সে বলে Faustus যে পরিমানে পাপ কার্য করছে তাতে সে কখনোই Jesus Christ এর অনুগ্রহ পাবেন না। এসব শুনে Faustus এর মধ্যে হতাশর জন্ম নেয়। সে ভাবে সে কতই না খারাপ কাজ করেছে। তার মধ্যে অনুশোচনার জন্ম নেয় কিন্তু মেফিস্টোফিলিস তাকে আবার পাপ কার্য করার আনন্দের কথা বলে তাকে পথভ্রষ্ট করে দেয়। তখন Faustus বলে এইমুহুর্তে তাকে কেবল শান্ত একজনই করতে পারে সে হচ্ছে Helen. তখন মেফিস্টোফিলিস Helen কে Faustus এর সামনে হাজির করে। Faustus হেলেনকে চুমু দেয় আর বলে এসো হেলেন এসো। আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি ছাড়া সবকিছুই মূল্যহীন। 

এদিকে Faustus এর জীবনের সময়ও চলে আসে। তার 24 বছর প্রায় পূর্ণ হয়ে যায়। শেষ মুহুর্তে সে অনুভব করে কতটা পাপ সে করেছে। সেসব ভেবে তার হৃদয়ে পীড়া অনুভব হতে থাকে। তখন Faustus এর বন্ধুরা তাকে Jesus এর কাছে প্রাথনা করতে বলে। কিন্তু ততদিন Faustus সে ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ফস্টাস মৃত্যুভয়ে অস্থির হয়ে পড়েন। মৃত্যুর ঠিক আগে তিনি ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ২৪ বছরের সময় শেষ হয়ে গেলে একদল শয়তান এসে তার শরীরকে ছিন্ন - বিচ্ছিন্ন করে ফেলে এবং তার আত্মাকে নরকে নিয়ে যায়।

সম্পাদনায় : Bangla Summary Admin

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦


সামারি বা আর্টিকেলটি পড়ে কেমন লাগলো, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। এতে করে আমরা উতসাহ পাবো এবং এভাবে আরও সামারি চেষ্টা করবো।


Doctor Faustus Summary in Bengali - Doctor Faustus Summary in Bangla - Doctor Faustus Bangla Summary


Post a Comment

11 Comments

  1. সত্যি খুব চমৎকার করে সামারিটা তুলে ধরেছেন। আর্টিকেলটি পড়ে বেশ উপকৃত হলাম। অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. খুব ভালো। Jazzak Allahu khairan

    ReplyDelete
  3. Thank you so much
    It was great pleasure to read this

    ReplyDelete
  4. খুব সুন্দর উপস্থাপনা

    ReplyDelete
  5. খুব সু্ন্দর হয়েছে।পড়ে খুবই ভালো লাগছে।

    ReplyDelete